
দৈনিক বর্তমান বাংলা’র বিভাগীয় প্রতিনিধি সম্মেলন সফলভাবে অনুষ্ঠিত
মোঃ আমিনূর ইসলাম রাব্বি,
ময়মনসিংহ ব্যুরো।
দেশের গণমাধ্যম অঙ্গনে পেশাদার ও দায়িত্বশীল সাংবাদিকতা জোরদার করার লক্ষ্যে দৈনিক বর্তমান বাংলা’র বিভাগীয় প্রতিনিধি সম্মেলন-২০২৫ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) দিনব্যাপী এ সম্মেলনটি ময়মনসিংহ নগরীর আবুল মুনসুর সড়ক, সার্কিট হাউজ মাঠ সংলগ্ন জেলা রোভার ভবন, বাংলাদেশ স্কাউট অফিসে অনুষ্ঠিত হয়।
সম্মেলনের উদ্বোধন করেন দৈনিক বর্তমান বাংলা’র চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান ও ময়মনসিংহ–সিলেট অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সিরাজুল মনির। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা তথ্য অফিস, ময়মনসিংহের পরিচালক মীর আকরাম উদ্দীন আহম্মদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক বর্তমান বাংলা’র ময়মনসিংহ বিভাগীয় ব্যুরো প্রধান মোঃ আমিনূর ইসলাম রাব্বি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি দিয়েছিলেন দৈনিক ব্রহ্মপুত্র এক্সপ্রেস-এর প্রধান সম্পাদক ও ময়মনসিংহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক মুনসুর আলম চন্দন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- হিউম্যান এইড এন্ড ট্রাস্ট ইন্টারন্যাশনাল,বাংলাদেশের মহাসচিব-অ্যাডভোকেট আফজাল হোসাইন মৃধা, ইন্টারন্যাশনাল ফিল্ম অ্যান্ড মিডিয়া, বাংলাদেশের এক্সিকিউটিভ ডিরেক্টর বিবেশ রায় এবং ময়মনসিংহ টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক রিপন গোয়ালা অভি। শারীরিক অসুস্থতার কারণে অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি সহকারী কমিশনার, ময়মনসিংহ জেলা রোভার, বাংলাদেশ স্কাউট মিজ লিয়া আফরোজ।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সহকারী পরিচালক বাবন সরকার, সমাজ রূপান্তর সাংস্কৃতিক সংঘ ময়মনসিংহের সভাপতি ইমতিয়াজ আহমেদসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দৈনিক বর্তমান বাংলা’র ময়মনসিংহ স্টাফ রিপোর্টার সজীব রাজভর বিপিন। শুভেচ্ছা বক্তব্য দেন নেত্রকোনা ও জামালপুর জেলার প্রতিনিধিসহ অন্যান্যরা। সম্মেলনের সঞ্চালনায় ছিলেন দৈনিক দিগন্ত বাংলা’র বার্তা সম্পাদক মোঃ আলাদিন সানি। প্রধান অতিথির বক্তব্যে মীর আকরাম উদ্দীন আহম্মদ বলেন, “সাংবাদিকতা একটি মহৎ ও চ্যালেঞ্জপূর্ণ পেশা। তথ্যপ্রযুক্তির এই যুগে একজন সাংবাদিককে হতে হবে দায়িত্বশীল, সচেতন এবং বহুমাত্রিক জ্ঞানসম্পন্ন। বস্তুনিষ্ঠ ও সত্যনির্ভর সংবাদ পরিবেশনের পাশাপাশি গুজব ও অপসাংবাদিকতা পরিহার করা অত্যন্ত জরুরি। তিনি আরও বলেন, ব্যক্তিকেন্দ্রিক আক্রমণ নয়, বরং জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ভিত্তিক সংবাদ প্রকাশের মাধ্যমেই সাংবাদিকতার গ্রহণযোগ্যতা বৃদ্ধি পায়। বিশেষ অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে বলেন, এ ধরনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলনের মাধ্যমে মাঠপর্যায়ের সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, পারস্পরিক সৌহার্দ্য এবং অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সৃষ্টি হয়। ভবিষ্যতে নিয়মিত এমন আয়োজন সাংবাদিকতার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। সম্মেলনে ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত মোট ২৫ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। শেষে অতিথি ও প্রতিনিধিদের মাঝে সম্মাননা ক্রেস্ট বিতরণ এবং মধ্যাহ্নভোজের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়।
উল্লেখ্য, অনুষ্ঠান শুরুর আগে পবিত্র কোরআন তেলাওয়াত, জাতীয় সংগীত পরিবেশন এবং মহান মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন ও দোয়া করা হয়। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্মেলনটি সফলভাবে সম্পন্ন হয়।
© All rights reserved © 2025
Leave a Reply