
গোবিন্দগঞ্জ উপজেলা চত্বরে দুই মোটরসাইকেল চালককে অর্থদণ্ড
গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে দুই ব্যক্তিকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে রেজিস্ট্রেশন ও ড্রাইভিং লাইসেন্স না থাকায় দুই মোটরসাইকেল চালককে দুটি মামলায় অর্থদণ্ড করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তামশিদ এরাম খান এ অর্থদণ্ড করেন।
জানা গেছে, গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে রেজিস্ট্রেশনবিহীন ও ড্রাইভিং লাইসেন্স ছাড়া মোটরসাইকেল ও চালককে ট্রাফিক আইনে মামলা ও অর্থদণ্ড অভিযান চলমান থাকবে।
প্রসঙ্গত, গত মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকালে দ্রুতগতিতে মোটরসাইকেল চালাতে গিয়ে অপর একটি মোটরসাইকেলে সাথে সংঘর্ষে আহত এক যুবকের আহত হয়েছে।
© All rights reserved © 2025
Leave a Reply