
১১ দলীয় জোটে আসন বণ্টন চূড়ান্ত, জামায়াত পেল সর্বাধিক ১৭৯ আসন
মোঃ আব্দুর রব : সিলেট বিভাগীয় প্রতিনিধি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ‘১১ দলীয় নির্বাচনী ঐক্যের’ অধিকাংশ শরিক দলের মধ্যে আসন বণ্টন চূড়ান্ত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে রাজধানীর কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ আসন বণ্টনের ঘোষণা দেওয়া হয়।
ঘোষণা অনুযায়ী, বাংলাদেশ জামায়াতে ইসলামী পেয়েছে ১৭৯টি আসন।
এছাড়া এনসিপি পেয়েছে ৩০টি,
বাংলাদেশ খেলাফত মজলিস ২০টি,
খেলাফত মজলিস ১০টি,
এলডিপি ৭টি, এবি পার্টি ৩টি, বিডিপি ২টি এবং নেজামে ইসলাম পার্টি ২টি আসন পেয়েছে।
সংবাদ সম্মেলনে আসন বণ্টনের বিস্তারিত তুলে ধরেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।
তিনি বলেন, কয়েকটি আসন নিয়ে এখনও জটিলতা রয়েছে। এসব বিষয়ে আলোচনা ও সমাধানের পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ ও এহসানুল মাহবুব জোবায়ের, এলডিপি সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, বিডিপির চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চাঁদ, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, খেলাফত মজলিসের মহাসচিব আহমাদ আবদুল কাদের, জাগপার মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, নেজামে ইসলাম পার্টির আনোয়ারুল হক এবং সাবেক স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ জোটের শীর্ষ নেতারা।
© All rights reserved © 2025
Leave a Reply