
যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসা স্থগিত: কূটনৈতিক ও নীতিগত পদক্ষেপ নেবে সরকার
মোঃ আব্দুর রব : সিলেট বিভাগীয় প্রতিনিধি
বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রের অভিবাসী (ইমিগ্র্যান্ট) ভিসা প্রক্রিয়া সাময়িকভাবে স্থগিতের সিদ্ধান্তের বিষয়ে সরকার প্রয়োজনীয় কূটনৈতিক ও নীতিগত পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এ বিষয়ে উপদেষ্টা পরিষদে কোনো আলোচনা হয়েছে কি না- এমন প্রশ্নের উত্তরে রিজওয়ানা হাসান বলেন, ‘যুক্তরাষ্ট্র অভিবাসী ভিসা স্থগিতের পেছনে কয়েকটি কারণ উল্লেখ করেছে এবং বিষয়টি মাত্র গতকাল সামনে এসেছে।’
তিনি বলেন, ‘আমরা নিশ্চয়ই আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং নিরাপত্তা উপদেষ্টাদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করব। এ নিয়ে একটি কর্মকৌশল নির্ধারণ করা হবে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে এঙ্গেজ করা হবে।’
সাম্প্রতিক সময়ে ভিসা বন্ডিং ইস্যুর পর আবার অভিবাসী ভিসা নিয়ে জটিলতা সৃষ্টি হওয়া এবং ৭৫টি দেশের তালিকায় বাংলাদেশও থাকায় সরকারের কোনো ঘাটতি আছে কি না- এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘
এটা কি বাংলাদেশকে টার্গেট করে করা হয়েছে? আসলে যেসব দেশ থেকে অভিবাসী বেশি যায়,
যেসব দেশ থেকে মানুষ গিয়ে রাজনৈতিক আশ্রয় চায় কিংবা গিয়ে সামাজিক পরিষেবার ওপর নির্ভরশীল হয়ে পড়ে- সেসব দেশের ক্ষেত্রেই তারা এই ধরনের নিষেধাজ্ঞা ও শর্ত আরোপ করছে।’
তিনি আরও বলেন, ‘এটা তাদের সরকারের সিদ্ধান্ত।
এতে আমাদের কোথায় সমস্যা হচ্ছে, আমাদের করণীয় কী- সেগুলো নিয়েই এখন আমরা আলোচনা করব।’
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র সম্প্রতি বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রক্রিয়া সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দিয়েছে, যা নিয়ে প্রবাসী ও অভিবাসনপ্রত্যাশীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে
© All rights reserved © 2025
Leave a Reply