
পটুয়াখালী-১ আসনে বিএনপির সব কমিটি স্থগিত।
পটুয়াখালী প্রতিনিধি
মোঃ নাজমুল হাসান নাঈম।
পটুয়াখালী-১ আসনের অধীনে থাকা দুমকি, পটুয়াখালী সদর ও মির্জাগঞ্জ উপজেলাসহ পটুয়াখালী পৌর বিএনপির কমিটি স্থগিত করা হয়েছে।
বৃহস্পতিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
একই সঙ্গে এ বিষয়ে জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান টোটনকে চিঠি দেওয়া হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, পরবর্তী দলীয় নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব কমিটি স্থগিত থাকবে।
এ বিষয়ে জানতে চাইলে পটুয়াখালী-১ আসনে বিএনপি প্রার্থী সাবেক মন্ত্রী ও কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস-মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী যুগান্তরকে বলেন, নির্বাচনে ভালো করার জন্য যা যা মঙ্গলের সেটা তো দল করবে। এক্ষেত্রেও কেন্দ্র যা ভালো মনে করেছে তাই করেছে।
© All rights reserved © 2025
Leave a Reply