
যশোরে টি কে জি সম্নিলনী সর:প্রাথ: বিদ্যালয়ে রাষ্ট্রীয় শোকের দিনেও পতাকা নেই
যশোর সদর উপজেলার লেবুতলা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ১৮১ নং টি কে জি সম্নিলনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাষ্ট্রীয় শোকের দিনেও পতাকা টাঙানো পাওয়া যায়নি, এবং বৃহস্পতিবারেও ৩টার মধ্যে স্কুল বন্ধ করে সকল শিক্ষকগণ চলে যাওয়ার অভিযোগ উঠেছে।
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরকার ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন। সরকারি ঘোষণায় বলা হয়েছে সরকারি বেসরকারি সকল দপ্তরে ৩ দিন পতাকা অর্ধনমিত রাখতে হবে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, বৃহস্পতিবার ৩টার দিকে স্কুলে যেয়ে কাউকে পাওয়া যায়নি পতাকা নামিয়ে স্কুল বন্ধ করে সকল শিক্ষক চলে গেছেন। এবং আজ শুক্রবার (২ জানুয়ারি) দুপুর ১২টার দিকে দেখা যায় রাষ্ট্রীয় শোক দিবসে ও স্কুলে পতাকা নেই পাশপাশে খোঁজ নিয়ে জানা যায় সকাল থেকে কাউকে পতাকা টানানোর জন্য দেখা যায়নি। বৃহস্পতিবার শিক্ষার্থীদের বই বিতরণ করে স্কুল বন্ধ করে সবাই চলে গেছেন। সরকার ৩ দিনের রাষ্ট্রীয় শোক দিবস ঘোষণা করেন সেই ঘোষণা অমান্য করে ৩ টার আগেই স্কুল বন্ধ করে দেয়। এই বিষয়ে স্কুলের প্রধান শিক্ষকের সাথে ফোনে কথা বলা হয়েছে তিনি বলেন আমি সহকারী এক শিক্ষককে পতাকা টানানোর কথা বলে আসছি সে তো পতাকা টানিয়েছেন তবে সাংবাদিকরা স্কুলে যেয়ে কোনো পতাকা টানানো দেখেন নাই, প্রধান শিক্ষক পরে ফোনে বলেন আমাদের স্কুলের পতাকা টানানোর স্টান ভেঙে ফেলেছে। প্রধান শিক্ষক যে কথা বলেছেন সব মিথ্যা ও ভিত্তিহীন সাংবাদিকদের ফুটেজে দেখা যায় পতাকা টানানো স্টান ভালো আছে ভাঙ্গা নেই।
এই বিষয়ে প্রধান শিক্ষককে আবারো ফোন দিয়ে জানতে চাইলে তিনি বলেন বিষয়টি আমার জানা নেই তবে আপনারা বললেন আমি সহকারী শিক্ষকের সাথে কথা বলেছি সে বলছে আমি পতাকা টানিয়েছি অথচ পতাকা শুক্রবারে টানানো হয়নি।
এই বিষয়ে উপজেলা শিক্ষা অফিসারের সাথে কথা বলে জানা যায় তিনি বলেন আমি যতটুকু জানি স্কুলে পতাকা টানিয়ে রাখবে, যদি শিক্ষকরা স্কুলে পতাকা না টানিয়ে থাকেন আর বৃহস্পতিবার ৩টার মধ্যে স্কুল বন্ধ করে সবাই চলে যেয়ে থাকেন তাহলে বিভাগীয় পর্যায়ে শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরো বলেন আপনার কাছে যতো গুলো স্কুলের অভিযোগ রয়েছে সব গুলো স্কুলের তথ্য আমাকে দিয়ে দিন আমরা বিভাগীয় পর্যায়ে শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব।
© All rights reserved © 2025
Leave a Reply