1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন

নির্বাচনী দায়িত্ব সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পালনে পুলিশের দক্ষতা বৃদ্ধে বিশেষ প্রশিক্ষণ শুরু

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ৬৭ Time View

নির্বাচনী দায়িত্ব সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পালনে পুলিশের দক্ষতা বৃদ্ধে বিশেষ প্রশিক্ষণ শুরু
মোঃ রাসেল আহমেদ
নেত্রকোণা প্রতিনিধি
জাতীয় নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে পুলিশের পেশাগত দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধে নেত্রকোণায় তিন দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে।
নেত্রকোণা ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার (আইটিসি)-এর আয়োজনে “নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ কোর্সের ২৫তম ব্যাচ”–এর উদ্বোধনী অনুষ্ঠান আজ অনুষ্ঠিত হয়। এ প্রশিক্ষণে কনস্টেবল থেকে ইন্সপেক্টর পদমর্যাদার বিভিন্ন স্তরের পুলিশ সদস্যরা অংশগ্রহণ করছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলার পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত পুলিশ সুপার ও আইটিসি কমান্ড্যান্ট (ভারপ্রাপ্ত) রিপন কুমার মোদক।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, জাতীয় নির্বাচনে পুলিশের নিরপেক্ষতা, শৃঙ্খলা ও পেশাদারিত্ব অপরিহার্য। নির্বাচনকে গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ করতে আইনানুগ আচরণ, দায়িত্ববোধ এবং পেশাগত দক্ষতার সর্বোচ্চ প্রয়োগ নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, এই প্রশিক্ষণের মাধ্যমে পুলিশ সদস্যরা নির্বাচনী আইন ও আচরণবিধি, ভোটকেন্দ্রভিত্তিক নিরাপত্তা ব্যবস্থা, জনসম্পৃক্ততা, সংকট মোকাবিলা এবং আধুনিক প্রযুক্তির কার্যকর ব্যবহার সম্পর্কে বাস্তবভিত্তিক জ্ঞান অর্জন করবেন। সততা ও নিষ্ঠার মধ্য দিয়েই জনগণের আস্থা অর্জন সম্ভব।
তিন দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মসূচিতে নির্বাচনকালীন দায়িত্ব পালনের কৌশল, আইনের যথাযথ প্রয়োগ, ঝুঁকি ব্যবস্থাপনা, তাৎক্ষণিক সাড়া প্রদান এবং মাঠপর্যায়ের নিরাপত্তা কৌশল নিয়ে একাধিক বিশেষ সেশন অনুষ্ঠিত হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে নেত্রকোণা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, প্রশিক্ষকবৃন্দ এবং বিভিন্ন পদমর্যাদার প্রশিক্ষণার্থী পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :