
কাটাবাড়ী ইউনিয়ন যুবদলের আয়োজনে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত
গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ি ইউনিয়ন যুবদলের আয়োজনে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ জানুয়ারি, ২০২৬) বিকালে বাগদা বাজারের জোহা মার্কেটে এ মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।
ইউনিয়ন যুবদলের আহবায়ক খায়রুল আনাম জোহার সভাপতিত্বে ও সদস্য সচিব সোহেল রানার সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন দিপু। শেষ মুহুর্তে দোয়ায় অংশ নেন গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের ধানের শীষ প্রতীকের নমিনী আলহাজ্ব শামীম কায়সার লিংকন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব কাজী এহসানুল হক রিপন, সিনিয়রর যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব, সাবেক উপজেলা ছাত্রদল নেতা আতিকুর রহমান মণ্ডল রতন, ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক লাবলু মিয়া, সাংগঠনিক সম্পাদক দুদু মিয়া, ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক ইয়াহিয়া প্রধান পাপ্পু, ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল কাইয়ুম শেখ, যুগ্ম আহবায়ক খসরু মাহমুদ, আনোয়ার হোসেন, মাসুদুর রহমান মাসুদ, রবিউল ইসলাম, ওলামা দলের সভাপতি মানিক সরকার, সাধারণ সম্পাদক হাফেজ আবু তাহের, স্বেচ্ছাসেবক দল নেতা একরামুল হক, উপজেলা কৃষকদলের সদস্য আবু সাঈদ প্রমুখ।
দোয়ায় ইউনিয়ন বিএনপি ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে আপোষহীন দেশনেত্রী, তিনবারের সফল প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপার্সন ও মাদার অব ডেমোক্রেসি মরহুম বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করা হয়। দোয়া পরিচালনা করেন ওলামা দলের সাধারণ সম্পাদক হাফেজ আবু তাহের।
© All rights reserved © 2025
Leave a Reply