
আটোয়ারীতে পরিত্যক্ত লাখড়ি রাখার ঘর থেকে রিভালবার ও দুই রাউন্ড গুলি সহ ৬ বোতল ফেনসিডিল উদ্ধার।
পঞ্চগড়ের আটোয়ারী মো : কামরু জ্জামান সাহেদ ধামোড় ইউনিয়নের সোনা পাতিলা পশ্চিমপাড়া এলাকায় পরিত্যক্ত একটি লাকড়ি রাখার ঘর থেকে রিভলভার বার ও ফেনসিডিল উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,২৭ অক্টোবর দুপুর ১ ঘটিকার সময় এ অভিযান পরিচালনা করে।
স্থানীয় সূত্রে জানা যায়, সাবেক ইউপি সদস্য ও ধামোড় ইউনিয়ন কৃষকদলের ২ নং ওয়ার্ড সভাপতি মোঃ আব্দুল করিমের অনুপস্থিতিতে তাঁর বসতবাড়ির বাইরে থাকা একটি লাকড়ি রাখার ঘরে তল্লাশি চালিয়ে একটি রিভলভার বারসহ দুই রাউন্ড গুলি ও ৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। প্রতিবেশী মোঃ তামিজ উদ্দিন ও আলহাজ্ব মোঃ হামিদুল ইসলাম জানান,আব্দুল করিম সাবেক ইউপি সদস্য একজন সৎ ও ভালো মানুষ। প্রতিবেশীর সঙ্গে জমি-সংক্রান্ত বিরোধ নিয়ে মামলার জট রয়েছে। তাঁকে ফাঁসানোর জন্যই কেউ এ ধরনের ন্যাক্কারজনক কৌশল পরিচালনা করেছে বলে তাঁরা মনে করেন। তারা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান।
আটোয়ারী উপজেলা কৃষক দলের সদস্য সচিব মোঃ মোকসেদ আলী বলেন,এ ঘটনায় প্রকৃত দোষীদের চিহ্নিত করে আইনগত পদক্ষেপ গ্রহণ জোর দাবি জানাই।
ধামোড় ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আশরাফুল ইসলামও একই দাবি জানিয়ে বলেন,যারা এ ধরনের অপকর্মের সাথে জড়িত সুস্থ তদন্তের মাধ্যমে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হোক।।
আটোয়ারী থানার ওসি মোঃ রফিকুল ইসলাম জানায় একটি রিভলভার ২ রাউন্ড গুলি সহ ৬ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে মাদকদ্রব্য অধিদপ্তরের কর্মকর্তারা, তদন্ত চলমান রয়েছে,মাদকদ্রব্য অধিদপ্তর এর পক্ষ থেকে মামলা করলে বিষয়টি আমরা সুষ্ঠু তদন্ত করব,যারা ঘটনার সাথে জড়িত রয়েছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে।
© All rights reserved © 2025
Leave a Reply