1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০২:২৭ পূর্বাহ্ন

জামায়াত নেতাকর্মী-সমর্থকের যোগদান

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ৩৪ Time View

জামায়াত নেতাকর্মী-সমর্থকের যোগদান
————————————-
পলাশবাড়ীর মনোহরপুর ইউনিয়ন বিএনপির
উদ্যোগে কর্মী সমাবেশ : প্রধান অতিথি অধ্যাপক
ডা. মইনুল হাসান সাদিক

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মনোহরপুর
ইউনিয়নের উদ্যোগে ৩, ৫ এবং ৬ নম্বরওয়ার্ড
বিএনপির আয়োজনে এক কর্মী সমাবেশ অনু-
ষ্ঠিত হয়েছে।
বিএনপি দলীয় সূত্র জানায় সমাবেশে অত্র ইউপি’র জামায়াত নেতা রাখু মিয়ার নেতৃত্বে ৩’শ নেতাকর্মী
বিএনপিতে যোগদান করেছেন।
সোমবার (৩ নভেম্বর) বিকেলে মনোহরপুর
ইউনিয়নের ৩,৫ ও ৬ নম্বর ওয়ার্ড বিএনপির যৌথ
আয়োজনে গোডাউন বাজারের সমাবেশে সভাপ-
তিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল
লতিফ প্রধান।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএন-
পির সভাপতি গাইবান্ধা-০৩ আসনে বিএনপি মনো-
নীত প্রার্থী অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলাা বিএন-
পির সভাপতি আব্দুস সামাদ মন্ডল,সাধারণ সম্পা-
দক আবু আলা মওদুদ,জেলা বিএনপির শিল্প
বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম রাজা,বৈদেশিক
ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক মুকুল আহম্মেদ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএন-
পির সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ প্রধান
আঞ্জু,আজাহার আলী,বিএনপি নেতা মোস্তাক
আহম্মেদ,ইঞ্জিনিয়ার জাহিদুল ইসলাম,মনোহর-
পুর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক ওস-
মান গণি,সাংগঠনিক সম্পাদক কাজী শরিফুল
ইসলাম বাবু,৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফুল
মিয়া,৫ নং ওয়ার্ড সভাপতি আনোয়ার হোসেন
ও ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাহজান
মিয়া প্রমুখ।
এসময় উপজেলা ও ইউনিয়ন বিএনপি,অঙ্গ ও
সহযোগী সংগঠন সমূহের বিপুল সংখ্যক নেতা
-কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ তাঁদের বক্তব্যে বলেন,আগামী জাতীয়
সংসদ নিবার্চনে গাইবান্ধা-০৩ সংসদীয় আসনে
ধানের শীষ মনোনীত প্রার্থী অধ্যাপক ডা.মইনুল
হাসান সাদিককে বিপুল ভোটে জয়যুক্ত করবো ইনশাআল্লাহ।
সমাবেশ চলাকালীন সময় জামায়াত নেতা রাখু
মিয়ার নেতৃত্বে জামায়াতের ৩ শতাধিক নেতাকর্মী
ও সমর্থক বিএনপিতে যোগদান করেন।এসময়
তারা ডা.মইনুল হাসান সাদিকের হাতে ফুলের
তোড়া উপহার প্রদান করেন।
এদিকে ৩’শ নেতাকর্মী ও সমর্থক বিএনপিতে
যোগদানের সত্যতা জানতে এক প্রশ্নের উত্তরে
উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক আবু
আলা মওদুদ যোগদানের বিষয়টি নিশ্চিত
করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :