
শহিদ বুদ্ধিজীবী দিবস-২০২৫ উপলক্ষে গাইবান্ধায় প্রস্তুুতি মুলক সভা অনুষ্ঠিত
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
আগামী ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস উদযাপন উপলক্ষে গাইবান্ধায় প্রস্তুতি মুলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ(৪ নভেম্বর)মঙ্গলবার বেলা ১১ টার দিকে জেলা প্রশাসকের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ প্রস্তুতি মুলক সভা অনুষ্ঠিত হয়। প্রস্তুুতি মুলক সভায় সভাপতি ছিলেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জেম আহমদ।
এ ছাড়াও অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট রেদুয়ানুল হালিম, সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আল হাসান, র্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের উপ সহকারী পরিচালক মোঃ জিহাদ হাসান, ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোঃ মাহমুদুল হাসান, জেলা শিক্ষা অফিসার মোঃ আতাউর রহমান, গাইবান্ধা আদর্শ কলেজের সহকারী অধ্যাপক খন্দকার আছাদ উন নবী, সদর পানি উন্নয়ন বোর্ডের অফিসার মোঃ তাহাজুল ইসলাম, জেলা সমবায় অফিসের পরিদর্শক মোঃ জাহেদুল হক,
সিভিল সার্জন অফিসের(কো-অর্ডিনেটর) ডাঃ হারুন অর রশিদ, সহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। প্রস্তুুতি মুলক সভায় শহিদ বুদ্ধিজীবী দিবস টিতে, সকাল সাড়ে ৮ টায় স্মৃতি স্তম্ভে পুষ্পমাল্য অর্পন, সাড়ে ৯ টায় আলোচনা সভা, এবং ওই দিন আলোকশয্যা বন্ধ থাকবে সিদ্ধান্ত নেয়া হয় ।
© All rights reserved © 2025
Leave a Reply