
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট বিভাগের চার জেলার ১৯টি আসনের মধ্যে ১৩টি আসনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিএনপি।
মোঃ আব্দুর রবঃ সিলেট বিভাগীয় ব্যুরো প্রধান
সিলেট জেলায় চারটি আসনে প্রার্থী হচ্ছেন—
সিলেট-১ (সদর-বিশ্বনাথ-দক্ষিণ সুরমা): খন্দকার আব্দুল মুক্তাদির সিলেট-২ (বিশ্বনাথ-বালাগঞ্জ-ওসমানীনগর): তাহসীনা রুশদীর লুনা
সিলেট-৩ (ফেঞ্চুগঞ্জ-বালাগঞ্জ আংশিক): এম.এ. মালিক
সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ): এমরান আহমদ চৌধুরী
সুনামগঞ্জ জেলায় তিন আসনে মনোনয়ন পেয়েছেন—
সুনামগঞ্জ-১: আনিসুল হক
সুনামগঞ্জ-৩: কায়সার আহমদ
সুনামগঞ্জ-৫: কলিম উদ্দিন মিলন
মৌলভীবাজার জেলায় প্রার্থীরা হলেন—
মৌলভীবাজার-১: নাসের রহমান
মৌলভীবাজার-৩: নাসের রহমান (দ্বৈত মনোনয়ন, চূড়ান্ত সিদ্ধান্ত পরে জানানো হবে)
মৌলভীবাজার-৪: মুজিবুর রহমান
হবিগঞ্জ জেলায় বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন—
হবিগঞ্জ-২: সাখাওয়াত হোসেন জীবন
হবিগঞ্জ-৩: জি.কে. গউছ
হবিগঞ্জ-৪: এস.এম. ফয়সল
© All rights reserved © 2025
Leave a Reply