
📰 জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের স্মরণে চট্টগ্রামে আলোচনা সভা ও দোয়া মাহফিল
চট্টগ্রাম, ১৬ জুলাই ২০২৫ খ্রি.
চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলন কক্ষে আজ বুধবার অনুষ্ঠিত হলো “জুলাই গণঅভ্যুত্থান”-এর শহিদদের স্মরণে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীক।
অনুষ্ঠানের শুরুতে জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয় এবং তাঁদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
আলোচনা সভায় শহিদ ও আহত পরিবারের সদস্যরা তাঁদের অনুভূতি ও প্রত্যাশার কথা তুলে ধরেন। বক্তৃতাকালে মাননীয় উপদেষ্টা ফারুক ই আজম বলেন,
> “জুলাই অভ্যুত্থানের শহিদ ও আহতদের পরিবার যেন যথাযথভাবে সরকারি সুবিধা ও প্রয়োজনীয় চিকিৎসা পান, সে বিষয়ে সরকার সচেষ্ট। এই অভ্যুত্থান নতুন বাংলাদেশ গঠনে চেতনাগত ভিত্তি হিসেবে কাজ করবে।”
সভায় আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো: জিয়াউদ্দিন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার জনাব হাসিব আজিজ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) জনাব মোহাম্মদ নূরুল্লাহ নূরী, চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানমসহ প্রমুখ।
অনুষ্ঠানটি ছিল এক আবেগঘন শ্রদ্ধার্ঘ্য, যেখানে অতীতের আত্মত্যাগকে স্মরণ করে ভবিষ্যৎ গঠনে একতার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।
✍️ সবুজ আহাম্মদ
ক্রাইম রিপোর্টার, চট্টগ্রাম
দুর্নীতি তালাশ টিম
© All rights reserved © 2025
Leave a Reply